প্রেম এক ঐশ্বর্য, অনুভূতি, সুন্দর আবেদন
প্রেম আদি অনাদি, যুগে যুগে সত্য সনাতন।
প্রেম এক মঞ্জিল, পবিত্র রাজপ্রাসাদ ঘর
প্রেমের স্বরূপ দেখলে, জ্বাল হৃদয় দিবাকর।
প্রেমের বৈতরণী ছাড়া, নাই প্রভু কোন ঠিকানায়
প্রেম সঞ্জীভুত পুঞ্জিভূত দেখো মনের আয়নায় ।
প্রেম ছাড়া দুনিয়া অচল, সৃষ্টি সুমধুর
প্রেমের বিস্তৃতি ছড়িয়ে, দেখো পথ বহুদূর।
প্রেম পবিত্র সনাতন, অনন্ত দীপশিখা
প্রেম বিহন সৃষ্টি জগত মরুভূমির মরীচিকা।
প্রেমের বৈতরণী মুক্তি, জীবনের পারাপার
প্রেমই স্বর্গ, প্রেম প্রশান্তি, জ্বালাতে হয় দিবাকর।
প্রেম আঘাত কণ্টকাকীর্ণ, তবুও সুন্দর পথ
প্রেমীই পথিকের মুক্তি, জীবন অদূর ভবিষ্যৎ।
প্রেম কোথা হতে আসিল, তুমি হও নির্বাক?
প্রেমীই জ্ঞানের আলোক, সুন্দর মধু মৌচাক।