হে প্রভু তুমি দয়াময়--তুমি নিভৃত নিরঞ্জন---!!
তোমার সৃষ্টি হয়নি তো রচনা, এপৃথিবী অকারণ
মানুষকে দিয়েছো বিবেক-বুদ্ধি, জানার কৌশল,
হে প্রভু তুমি এসবের মাঝেই, মহৎ শক্তি বল।
মানুষ মোরা করি ভুল, তুমি যে অপার করুণাময়,
মোদের প্রার্থনা কবুল করো হে বিশ্ব ব্রহ্মাময়।
তুমি যুগে যুগে পাঠিয়েছো দূত শুধু শান্তির জন্য
মোদের হৃদয় প্রসারিত করো, তোমার সৃষ্টিতে ধন্য
আজকে বিশ্বে মহামারী, তুমি পাঠিয়েছো মুসিবত
হে দয়ার সাগর তুমি,, আমাদের ফেরাও সে ইজ্জত
পাপা সিক্ত হয়েছে বিশ্ব, আজ ভীত সন্ত্রস্ত তাই
মনের কুঞ্জ ঘুন ধরেছে, আজ প্রকৃত মানবতা ই।
করজোড়ে চাই মিনতি করি,, হে দয়ার সাগর প্রভু
তোমার ইচ্ছায় সকল অধীনে, ভিক্ষা চাইছি তবু।
মোদের মধ্যে জেগে উঠুক, হৃদয়ের মমতা সুর,
মানুষে মানুষে ভালোবাসা, ভেসে যাক বহু দুর দুর।