যেদিকে তাকাই, প্রকৃতির মেলা সাজিআছে বসুন্ধরা
সৃষ্টি নিখুঁত যে দিকে দৃষ্টি, যেন প্রেমেতে পরস্পরা।
ফুল ফল যত নদী জল, কত পাহাড় পর্বতে ঘেরা
সেখান হইতে দৃষ্টি কখনো,সহজে যাইনাতো ফেরা
কত বন উপবন সবুজ শ্যামলে কত বৈচিত্র পাখি,
নীল গগনে উড়ে যায় মেঘ,জুড়ায় মোর নয়ন আঁখি
কত জীবজন্তু এ বসুন্ধরায়, কত মৎস্য সমুদ্র জলে
কত বিচিত্র বৈচিত্র্যময়,সাজিআছে তাহা ফল ফুলে
রাতের আকাশ তারকায় ভরা কখনো চাঁদের আলো
সকাল হলেই দিগন্তে সূর্য ফোটাই প্রভাত আলো।
ঝরে ঝর ঝর ঝরনার জল, বইছে বাতাস বায়ু
সৃষ্টিকুলকে সতেজ রাখে, প্রতিটি সৃষ্টির স্নায়ু।
ফুলে ফুলে মধু সঞ্চিত করে, মৌমাছি গুঞ্জারাই
রঙিন প্রজাপতি উড়ে, দেখি ফুলের সে বাগিচায়।
আকাশ হতে কখনো বৃষ্টি ঝরে, কখনো রংধনু আঁকা
নীল দিগন্তে মেলে ধরে পাখি তাহার উড়ন্ত পাখা।
প্রকৃতি তাহার মেলে ধরে সৌন্দর্য, সুন্দরতম দৃষ্টি
মহাপ্রভুর এযে বৈচিত্র্যময় যেন নিখুঁত অনন্ত সৃষ্টি।
প্রকৃতির মেলায় আমিও মানুষ, সৃষ্টির অন্তরায়
চলো তাহলে ফুল ফোটায়, মোদের হৃদয় বাগিচায়।