প্রকৃতি তুমি কত সুন্দর, দিক হতে দিগন্তে...!
সবুজ শ্যামলে ভরা প্রস্ফুটিত ফুল ও বৃন্তে,
পাহাড় হইতে ঝরনা ঝরে, কুলো কুলো নদী জল
বিচিত্র স্বাদের সজ্জিত গাছের ফুল ও ফল
সমুদ্রতে অগাধ জলরাশি, ওই দিগন্ত নীলিমায়
কোথাও বনজঙ্গল রহিয়া মরুভূমির মরীচিকায়
কত বিচিত্র রংয়ের পাখি, কত যে বিচিত্র ফুল
তুমি প্রকৃতি সৃষ্টিতে রাখনি তো কিছুই ভুল।
কত পাহাড় পর্বতে ঘেরা, কত গুহা হ্রদ ও নদী
কুলো কুলো বহমান এ জল বইছে অদ্যবধি।
ওই নীলিমার দিগন্তে মিশে মেঘের স্বপ্নপুরী
সেইখানেতে গিয়ে মন আমার হয়েছে চুরি।
কত ঝিল বিল, কত যে অগণিত, সৃষ্টি জাদু
ফুলে ফুলে ভ্রমর, মৌমাছি বানায় মধু।
কত হরেক রকমের মৎস্য, কত রয়েছে জ্বলে,
সূর্য ওঠে ডুবে, সন্ধ্যায় যায় অস্তাচলে,
কত রাত্রির আকাশ তারকাই, সুন্দর রাশি রাশি
কখনো পূর্ণ চন্দ্রিমায়, ফোটায় দিগন্তে হাঁসি।
কত গ্রহাণুপুঞ্জ নীহারিকা, অনেক দিগন্ত দূরে
কখনো কোকিলের কুহু রবে গান বাজে সুরে সুরে
প্রকৃতি তুমি সুন্দর, অকৃত্রিম তুমি সৃষ্টি
যেদিকে তাকাই যায় মোর যেদিকে দেয়না দৃষ্টি
থরে থরে সজ্জিত, ওই রূপমালা
প্রকৃতি তো বেশ সুন্দর তুমি রেখেছো উজ্বালা।