যেদিকে তাকাই দৃষ্টিনন্দন সেথা, হারিয়ে যেতে চাই
অপূর্ব সৃষ্টি পাহাড় ঝর্ণা ফুল ফল প্রকৃতির মেলায়।
কত পশুপাখি, জীবজন্তু সবুজ শ্যামল এর মাঝে-!
ক্রীড়াঙ্গনে এই প্রকৃতি সকাল দুপুর বিকাল সাঁঝে।
কত জলের স্রোতের তরঙ্গতে নদী বয়ে যায়--!
ফুলে ফুলে মধু সিঞ্চন করে কত যে মধুমক্ষিকায়,
প্রজাপতির রঙিন ডানাই কত রঙ্গের জাদুমাখা
কত বিচিত্র বৈচিত্র্যময় শিল্প এই প্রকৃতিতে আঁকা।
কোথাও উঁচু পাহাড় দাঁড়িয়ে, কোথাও ধুধু মরুভূমি
প্রকৃতির ঐশ্বর্য ভালোবাসায় দেখো মিশে তুমি আমি
কোথাও বনজঙ্গলে ঘেরা, কোথাও মুক্ত ফাঁকা মাঠ
আমরা মানুষ এ প্রকৃতির মাঝে বসেছে তাই হাট।
এ প্রকৃতি মানে প্রেম বিজড়িত, মায়ার বাঁধন দিয়ে
আশাআকাঙ্ক্ষা স্বপ্ন জাগাই তোমাকে আমাকে নিয়ে
চন্দ্র-সূর্য এই প্রকৃতিতে,ঐ নীল আসমান এর কোলে
প্রেমের পরশ পেতে তাইতো হৃদয় কত কথা বলে।
অগণিত সৃষ্টি মাঝে, ওই আকাশেতে মেঘমালা
শুষ্ক মাটিতে বৃষ্টির ফোঁটা, মেটাই তপ্ত জ্বালা।
হে প্রকৃতি তোমার মাঝে নিত্য যাওয়াআসার খেলা
।