তুমি কি যাবে যাবে মোর সঙ্গে
সেখানে অবারিত দ্বার ভূষণ ও অঙ্গে
শোনো তব দুটি কথা
হৃদয়ের ব্যথা,,,,,, ব্যথিত বেদন ফিরে,,!!
ঊষার দিগন্তে প্রেম একে দিব তোমার বুকটি চিরে
এ ধরণী ওই মোহনায় কত যে প্রেম গাঁথা
যুগে যুগে পুঞ্জিত আছে সে করুন কাহিনী ব্যথা
দুর্গম ওই পথে তোমার অভিমতে,
মিলিলে পরস্পর-----,!!
তবে তৃপ্তির দুঃখের সাগরেও সোনার অলংকার
ওই প্রেম বিনোদন,--সত্য সনাতন,
কখনো নয় সে ঝুট-_-----,!
ওই প্রেমী পারে মালা পরাতে শ্রেষ্ঠ রাজমুকুট!!!"
,