অনেক সুন্দর তুমি যখন নিজেকে খুঁজে পাউ,
এর চাইতে কি সুন্দর বল? কি তুমি আর চাও
সৃষ্টিতে মাখা সুন্দর খানি, হয়েছে বিশ্বময়,
তার চাইতে মানুষ সুন্দর, যদি হয় সে পরিচয়
অফুরন্ত সমাদৃত জীবন, এ মানুষের বাগিচায়
মানুষ যখন ফিরে আসে তার আপন মোহনায়।
সব সুন্দর হার মানে, তার সৃষ্টির রহস্য এর কাছে
মানুষের চাইতে কি সুন্দর বল? সৃষ্টিতে আর আছে
সবার উপরে মানুষ সত্য, প্রভুর এ নেয়ামত
প্রকৃত সুন্দর দিতে পারো যদি সে সৃষ্টির ইজ্জত