মন আছে তাই জীবন মানে অনেক কিছু চাই
ফুটন্ত ফুল ভালোবাসার মম প্রেমের বাগিচায়
অনেক কিছু স্বপ্নআশা মন ধেয়ে যাই দূরে,
হৃদয় আঙ্গিনায় কত গান যে বাজে সুরে সুরে
মানবজীবন বিচিত্র মন, অনেক কিছুই ভাবে-!
হয়তো তাহার মাঝেই কিছু নতুন খুঁজে পাবে,
দূর দিগন্ত দিশারী মন, অনেক কিছুর মাঝে,
অনেক কিছুই হৃদয় স্মৃতির সুপ্ত ভাঁজে ভাঁজে
মানবজীবন তাই, অনেক কিছু জ্ঞানের সন্ধিক্ষণে
সৃষ্টির সেরা হয়ে এসেছে তাইতো এই ধরার ভুবনে
অনেক কিছুর মাঝেই কিছু, জীবন জিজ্ঞাসায়,
অনেক কিছুর মাঝেই ফুল ফোটে জীবন বাগিচায়।
অনেক কিছুই সৃষ্টি ধরাই আলো আঁধার খেলা
সব সৃষ্টি ই মাধুর্যময় কাকে করবে অবহেলা ??
তব অনেক কিছুর মাঝেই সুন্দর সৃষ্টি ভালো মন্দ,
তার মাঝেই বের করে নিতে হয় জীবনের সুগন্ধ।