চৈত্রের তপ্ত দহ আছে,তাই ভালো লাগে
ওই নীল আকাশের এক "খন্ড মেঘ".....
যখন ঝরতে থাকে ঝটিকা সহ শীতল বারিপাত।
হ্যাঁ ভয় আসে কভু,তবু ওই তৃণ সমাহার----
তারি "পরশে "উঠে জেগে,
সবুজের পরশ ছোঁয়া,ওই আগুনে পোড়া মাটির গন্ধে
সততো প্রেমের পরশ-লুকিয়ে আছে
গভীর অন্তরালে-------।
এস তাকে খুঁজি,চৈত্রের তপ্ত দাহোর মাঝখানে-- শততো বারিধারার বৃষ্টি যেখানে বর্ষণ করে
গভীর অন্তরালের ওই পরশ ছোঁয়াকে যেথা অনাবিল প্রশান্তি বিরাজ করে
শুধু সবুজ আর সবুজ আর সবুজ