ওগো প্রিয়া তোমার সকাশে চেয়ে থাকি
তোমারও ভাবনায় জুড়াই নয়ন দুই আঁখি
কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে
তোমার অনুভূতি পরশ জাগায় বাতাস দিয়ে
তুমি আছো তাই আমার স্বপ্ন আঁখি--!!
নীল গগনেতে উড়াই পরান পাখি,
অকৃত্রিম ভালোবাসার নিয়ে ডালি---!
আমি হতে চাই তোমার ফুল বাগানের মালি
সুন্দরতম যাহা দেখি তোমার সে মোহনায়
ওগো প্রিয় প্রবেশিতে দাও তোমার বাগিচায়
নন্দনকানন যাহা কিছু তুমি আমার স্বপ্ন প্রিয়া
জয় করেছ আমার মন এ সুন্দর হৃদয় হিয়া।