আর নয়,, অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,,
ভেঙ্গে ফেলো এই মিথ্যা যতসব জাতপাত,,,
আর নয় অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত!!!
মানুষে মানুষে ওই বিভেদের প্রাচীর,,
ভেঙে ফেলো পাষাণ ওই জিঞ্জির,,,,!!
জাগো হে যুবক বীর জাগো হে যুবক বির,,
আর নয় অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,,
তুমি কাঁদাবে ,, আর মুখে রাজনীতির নকল হাসি,,
মানুষের সামনে এসে বলবে ভালোবাসি,,,???
হে ছাত্র-যুব তুমি জাগো তুমি জাগো,,
বল বীর বল মিথ্যা সব ভাগো ভাগো,,,
হে ছাত্র তুমি জাগো তুমি জাগো,,,,,!
আর নয় অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,
দুর্বৃত্ত ওই পৈশাচিক হাতগুলো,,
লেগে আছে কত ময়লা আবর্জনা কালো
তোমরাই ঘড়িতে চাও দেশ,,,,
আর না ধ্বংস করছো তোমরাই সুন্দর পরিবেশ,,,
আর নয় অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,
কত গরিব অভাগা ওই বুভুক্ষুর মাঝে,,
অক্লান্ত পরিশ্রমে রয়েছে কাজে,,,,
তুমি তাদের নাম না তো খোঁজ,,,
ভোটের সময় আসো তুমি তো রোজ রোজ,,
আর নয় অনেক হলো নিয়েছো নতুন প্রভাত,,,
তুমি শিক্ষিত করেছ অনেক ডিগ্রী ডিপ্লোমা,,
তবু কেন পারো না ওই মানুষের করতে ক্ষমা,,??
আর না অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,
কাড়ি কাড়ি ঘুষের টাকায়, তোমার পকেটে ভরে,
ওই শিশু শিশুদের জন্য মায়া নেই কেন অন্তরে!
কেন করো তব মা বোনেদের ইজ্জত লুন্ঠন,,
দেখনা তোমারিতো মা সত্য সনাতন,,,
আর না অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,
পুলিশ প্রশাসন,, আইন লংঘন,, করিতেছে দিবানিশি,,
ভাঙছে কত ঘুষের টাকায়, মারছে পিসি পিসি,,
সাধারণ মানুষ যাবে কোথায়,, রাজনীতির কৌশলে,
পড়েছে যে আজ গভীর ধাঁধার যাঁতাকলে,,,
আর নয় অনেক হলো নিয়ে এসো নতুন প্রভাত,,
শিক্ষায় ভেজাল ভেজাল হবে যেন মিথ্যা ই সবে ভরা,,,
সত্য জানো তোমাদের ওই হাতে রেখেছ শিকল পরা,,
কিন্তু আর নয় বেশি দিন, করেছ অনেক ঋণ,
এবার পরিশোধের পালা,,
পারবে না তুমি পালাতে কোথাও দেখো কেমন জ্বালা,,
নতুন প্রভাত দিগন্তে রবি আশার আলো,
হে যুবক তুমি এগিয়ে করছো সেটাই ভালো,,
মিথ্যে কে করো খান মানুষের আহ্বান,,
যেথা নাই কোন জাতপাত ঘেরা,,
এ ভারতকে করো পৃথিবীতে করো প্রশান্তিময় সেরা,,,
তবে তো হবে সভ্য আধুনিক পৃথিবীর,,
ওই ভালোতে নাও না বন্ধু তোমার ওই উঁচুশীর ,