নীতি যখন পথ হারায়, করে সীমা অতিক্রম
কুলুষিত হয় সমাজ, তথা দেশ হয় বিভ্রম।
যখন নেতার নীতি জলাঞ্জলি,প্রকৃত সুন্দরে হাহাকার
বেড়ে চলে তখন পৈশাচিক যত অন্যায় অবিচার।
নীতির নামে কলঙ্কিত, শুধু মুখের ভাষায় ফুলঝুরি
মনুষ্যত্ব মানবিকতাকে তুমি গোপনে করেছো চুরি।
লোভ হিংসায় উন্মত্ত দেশ, শুধু নামেতে শিক্ষানীতি
মুখে শুধু মিথ্যা গেয়ে কিহবে রবীন্দ্র নজরুল গীতি।
ভদ্রতার লেবাসে অভদ্রতা, বেড়েই চলেছে আজ
চেতনা নাহি ফিরে, এত নির্মম বলতে বড়ই লাজ,
এত শিক্ষা এত প্রসার, তবু মনুষ্যত্বের নাই বিকাশ
আজ বড়ই পৃথিবীর কি ভিষণ, মম এ পরিহাস-!!