শুধু নীলিমায় নীল, দিগন্ত হতে বহু দূর
কোথায় মিশেছে যেয়ে, সেই সম সুরঃ,
শুধু নীলিমায় নীল দিগন্তে বহুদূর।
প্রজ্বলিত হয় রাত্রি তারকা আলোক প্রভা নুর।
নীলিমার দিগন্তে ভাসে, চন্দ্রিমার হাঁসি,
সূর্য তার কিরণ ছাড়ে অগণিত রশ্মি।
বিজলি বিদ্যুৎ মেঘে মেঘে কখনো নীলিমার গাই
মাঝে মাঝে ঝরে বৃষ্টি, কখনো বিদ্যুৎ চমকায়
শুধুই ফাঁকা ফাঁকা, ঐ নীলিমায় উড়ে চলে পাখি
আমার নয়ন জুড়ায়, ওই দুই নয়ন আঁখি,
তুমি শুধু নিল নিল দিগন্ত, অনেক অনেক দূর
তোমার গায় বাতাস বয়ে যায় জীবন্ত সুর।
কতদূর তোমার নীলিমার, ওই বিস্তৃতি রয়
আজও সঠিক জানতে পারেনি তোমার পরিচয়।
কত নীহারিকা কত তারকাই, কত উল্কা খ'সে
তারা আসমান হতে পৃথিবীতে ধেয়ে আসে
তুমি নীলিমা আসমান, অনেক প্রশ্ন আঁকা
তুমি দিক হোতো দিগন্ত বিস্তৃত তম ফাঁকা
তুমি আবর্তে বিবর্তনে রাত্রি দিনের চাকা।
তুমি বিনা এ স্তম্ভে, নীলিমা আছো ধরে রাখা।