মনের দরজা খুলে,, আজ গিয়েছি সব ভুলে,
মেতেছি আমি ভ্রমর হয়ে সব ফুলে ফুলে,!!
সম্প্রীতি ও ভালোবাসা,, পবিত্র মন খাসা,,,
যেথা স্মিত হাঁসির আলোকোজ্জ্বল হাঁসা,,
পবিত্র মনে চিন্তা,,, ফুটন্ত ফুলের ওই বৃন্তা.....!
আজ মনে মোর বেজেছে মহাসুর....!!
সুভাসিত আঙিনায়,,,, পূর্ণিমার জ্যোৎস্নায়....!
ওই আলোক প্রতিভা মম নুর........!!
ওই প্রেমের বৃন্দাবন,,, ভালোবাসার সন্ধিক্ষণ..
সৌন্দের্যের মম হাতছানি.......!!!
পবিত্র প্রেমের মেলা.. চলিছে নিত্য খেলা...!
ঐ সত্য সনাতন বাণী!!!!!!
এ ধরিত্রীর বুকে,,,, সেইতো মহাসুখে......!!
যেজন করিল আমিত্ত্ব জয়...!!!!!
ওই সাধনা তীরে,, আপন বুকটা চীরে,,,
তার নেই আর পরাজয়.....!!