মন মোহিনী প্রাঞ্জল আঁখিপাতে,,
কে গো তুমি সুহাসিনী------
অপূর্ব সুন্দর সন্ধিক্ষণে, স্মিথ লাবণ্য হাঁসিতে
এক ঝলক ঝড়-তুফান তুলিলে---!!
অনিন্দ্য পুলকে গভীর হৃদয়ের প্রান্তে,
সান্ধ্য বর্ণালীর আলোকবর্তিকার ঝর্ণাধারায়।
আহা!! মনোরমা তরঙ্গায়িত ঢেউয়ের উদ্বেলিত
ক্ষিপ্র চঞ্চলতা আঁকিলে, আমার মনের গভীর প্রান্তে,,,,
তোমার দৃষ্টি নিরিখে অপূর্ব মনোরমা জাদুর অকৃত্রিম বলয়ে, শুধুই সৌন্দর্য শুধুই সৌন্দর্য।।