মনে যখন বাজে সুর, ভেসে যায় বহু দুর দুর
দিক হতে দিগন্তে...!
সৌন্দর্যে মাখা পরশ খানি,বুলিয়ে যায় হৃদয় খানি
মম কুসুমিত বৃন্তে....!!
তরঙ্গ বয়ে যায় কত কথা, মনের কত ব্যাকুলতা
এ ধরীত্রির আঙিনায়---!!
কুসুমিত হয়ে ফুল ফোটে, প্রভাতে যেন সূর্য উঠে
যখন তোমার হৃদয় বাগিচায়..!
ঢেউ তরঙ্গে পরশীয়া যায়, মনে যেন বিদ্যুৎ চমকায়
অবারিত ওই দুয়ার খুলে---!!
সৌন্দর্যে হয় বিমোহিত, চমকে চমকে চমৎকৃত,
যেন নৌকা বয়ে যায় পাল তুলে-!!