মনের দরজা খুলে যাব আজ পথ ভুলে
দিব অনন্ত পথে পাড়ি,
যেথা যেতে লাগে না পৃথিবীর কোন
বাস-ট্রেন বা বিমান গাড়ি।
শুদ্ধ মনের একাগ্রতায় নিমেষে ,
বহুপথ সেথা অনেক দূর,
যদি মেলাতে পারা যায় চেতনার মাঝে
সেই ছন্দ পবিত্র মম সুর।
মহিম আকাশ দিগন্ত বেয়ে যায়
কোন সেথা মোহনায় ?
যদি পারো পারি ফুল ফোটাতে
এই সুন্দর হৃদয় বাগিচাই।