বিগলিত মম মমতার রসে
নিজে পুড়ে দাও আলো-
শুভ্র ব্যাপ্তি ছড়াই চারিদিকে
কাটিয়া আধার কালো-
প্রেম গুনে তুমি নিজে পুড়ে ছাই
তুমি যে মোম বাতি-
তোমার বক্ষে ভালোবাসার ঠাঁই
করেছ মহান সাথী-
জ্বলিয়া ভষ্ম জঞ্জাল ও কিট
চেতন ফিরিলে বাঁকে-
কাটিবে আঁধার নিজে হলে মোম
মধু তারই মৌচাকে-
প্রদীপ্ত হয় আলোকের সুর
প্রশান্তি পাই মনে-
হয়ে দেখো "মোম" স্বর্গসুবাস
তোমারি সে মাঝখানে।।