মেঘের কোলে চাঁদ উঠেছে জ্যোৎস্না ভরা রাত
থাকতো যদি ভাবনাগুলো তোমার সঙ্গে সাথ
আনন্দের শ্রীনিকেতনে, দিতাম সে পাল তুলে
ভ্রমর যেমন বেড়াই দেখো সুন্দর ফুলে ফুলে
ভালোবাসায় ফুলের সুবাস ছড়িয়ে দিতাম ডালি
পেতাম যদি আমি তোমায় ফুল বাগানের মালি
মেঘের কোলে শোভা পাতে, ওই চন্দ্রিমার আলো
তাইতো এত সুন্দর লাগে দেখতে কত ভালো