শুধু রূপ রূপ নয় তো মানুষ, মানুষ হওয়া দ্বায়,
প্রকৃত মানুষ হতে গেলে, পবিত্র সুন্দর মন চায়।
লোভ লালসা মিথ্যা ঝঞ্জা, নকলের ভাঙলে বাসা
তবেই সে জন করতে পারে মানুষ হওয়ার আশা
মানুষ হওয়া মুখের কথা নয়
যার বিবেক সুন্দরও চিন্তা-চেতনায়।
মানুষ হওয়া মুখের কথা নয়।
মানুষের মনুষত্ব যখন পাই সে সুন্দর দীপশিখা
যখন কাটতে পারে সে নকলের মিথ্যা মরীচিকা
সৃষ্টিকে যখন সুন্দর আঁখিতে, যে জন দেখতে পাই
যেজন সকল মানুষেরে প্রেমের নিয়ে যায় ঠিকানায়
প্রভুর নেয়ামত স্পর্শ করে যার, খারাপ-ভালো দৃষ্টি
প্রতিটি মানুষের জন্যই যাহা- হয়েছে তাই বিশ্ব সৃষ্টি
মানুষ হওয়া মুখের কথা নয়
সুন্দরতম ব্যবহার তোমার পরিচয়
মানুষ হওয়া মুখের কথা নয়।
যাহা-কিছু বিশ্ব ধরিত্রীই, মানুষ সে মহিম আকাশ
অগাধ প্রেমের মাঝে যেজন রাখে প্রভুর বিশ্বাস।
যে জন এই জীবনকে দিল ঐ মূল্যের সমীপে দাম
ভালোমন্দের বিচারে যেজন দেইনা বিবেক বলিদান
মানুষ হও মুখের কথা নয়
মানুষ হতে গেলে লাগে সুন্দর পরিচয়
মানুষ হওয়া মুখের কথা নয়।
আদব-কায়দা বুদ্ধি শক্তি, সুন্দর ব্যবহারে
যে ঐরূপ পরাতে পারে মানুষের অলংকারে।
মানুষ হও মুখের কথা নয়
যার সাদা পবিত্র মন বিবেক চিন্তায়
মানুষ হওয়া মুখের কথা নয়।।