পুঁথির পাতায় মুখ গুঁজে রাশি রাশি
তবুও মোর ফুটল না মুখের হাসি,
যখন প্রশ্ন হয় নিজ মোহনা বাঁকে
তোমার মধু আছে কি ওই মৌচাকে?
এ তো জানা তবুও ম্লান হয়ে যায়
জলের তৃষ্ণা মেটে না ওই মরিচিকায়.......!!
তবে কি সে সত্য জ্ঞানের খনি
তুলিবো আমি সে ওই মনিকো মানি,
শক্তি ও সাহস নিয়ে যখন ফিরে চাই একা।
পরমাত্মা কিসে তার পাবো নাকো দেখা!
বিনিদ্র রজনী যখন রাত ভোর হয়
ভাবে অঙ্গনে তখন আসে বিস্ময়......!!
তব মানুষ যখন সব সৃষ্টি সবাকারে
ফিরে গিয়ে দেখি মুই মানুষেরই দ্বারে,
এ মানুষই মহিম যখন হৃদয় দোলা দেয়
পথিক চলেছে পথ শুধু বিস্ময়।
তবু কি ওই মানুষ যে কুড়িয়েছে ফুল
ভাঙ্গিবে মোর মনের যত পাষান ভুল,
হ্যাঁ ফিরে যখন আমি ওই মানুষের দ্বারে
শততো রূপের ডালি তার শোভা অলংকারে।
এরূপ মানুষই পারে ওই পরিত্রাণের পথে
পরমাত্মাই মিলাতে তাদের ওই একসাথে
কোরআন পুরান যত বাইবেল ও গীতা
মহাপ্রাণজলে এদের "জ্ঞান ও সুরক্ষিতা"।
এ হেন মানুষের যদি করো সমাদর-----
পবিত্র হইবে তোমার হৃদয় ও অন্তর,
অমূলক নয় এটা অহংকারী মন
পাবে না কোনদিনই ওই আত্মদর্শন।।