সৃষ্টির অপার মহিমা এ মানুষ
প্রদীপ্ত সে বুদ্ধির মহিমা আকাশে
লক্ষে অলক্ষ্যে অবিচল প্রতিধ্বনি একমাত্র তারই
মহাপ্রভুর অসীম দিগন্তে তার যাত্রা
বিবেক ও চেতনায় সে সমুজ্জ্বল----!!
কিন্তু মানুষ নামের কলংক সে তখন,
যখন সে বিবেককে বলিদান করে পশুত্বের মাঝে।
প্রদীপ্ত আয়না তার মাঝেই উঁকি দেয়----
তাকে আবিষ্কার করার জন্য,
অক্রিত্তিম বন্ধু লোকে তার "প্রকৃত শান্তি"-
যা তাকে মুক্তির সোপানে প্রশান্তি দেয়,
হে মানুষ -চলো ওই মুক্তির সোপানে
যেখানে, প্রানবন্ত সমুজ্জ্বল কোনদিনই হারাবে না।।