পবিত্রতার পরশে একটি মাস-তার দুয়ার খুলে দেয়
সংযত ও পাপ মোচন করার জন্য
উন্মুক্ত রহমতের দুয়ার--!!

ইসলামের ব্যবস্থাপনায় শুধু পানাহার থেকে দিনের বেলায় না খেয়ে থাকা  থাকার নাম রোজা নয়,
সিয়াম সাধনা__! নিজের অহমিকা অহংকার পাপাচার সমস্ত খারাপ কাজ হতে বিরত থাকা,
এবং মানবিক মুখ হওয়া এ মাহে রমজানের
সৌন্দর্য বর্ধিত হওয়া-!

মহাপ্রভুর কাছে নিবেদিতপ্রাণ__'নিজের পাপাচার হইতে মুক্তি কামনা, স্বচ্ছ ইচ্ছাশক্তি ও কর্মতৎপরতায় পবিত্রতা আনয়ন

মানুষের পাশে দাঁড়ানো চারিত্রিক বৈশিষ্ট্য সমুন্নত করা,, এগুলোই রোজার মুখ্য উদ্দেশ্য--!
সকল মানুষের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য ভাব আত্মীয় স্বজনদের প্রতি, খোঁজ খবর রাখা
গরিব-দুঃখীদের প্রতি সদাচরণ,,
পিতা মাতার প্রতি প্রগাঢ় ভক্তি,,
নিশ্চয়ই তবে মাহে রমজান আমাদের সাফল্য
আনবেই-!