মা তুমি কত সুন্দর, এ ধরিত্রী ধরণীর বুকে,
তুমি জীবন দিয়ে সন্তানদের রাখো কত সুখে
তোমার দয়া মায়া নেই তুলনা অনন্ত রাশি রাশি
মাগো তুমি সন্তানদের ফোটাও সুন্দর মুখের হাসি
কত কষ্ট নির্যাতন, সহ্য করো শুধুই সন্তানদের জন্য
তুমি নিজে পুড়ে নিঃশ্বেস হও তাদের করতে ধন্য।
তোমার আশীর্বাদ যে সন্তান, মাথায় তুলে রাখে
শত বিপদেও উদ্ধার পায়, পড়িলে মোহনা বাঁকে।
জগৎ জননী শ্রী চরণে, তুমি অনন্ত জ্ঞান ও রাশি
তোমার কোমল স্পর্শে, বাজে সেথায় বিন বাঁশি।
তোমার সম্মান আকাশছোঁয়া, বুঝিতাম যদি আমি
তোমার কদমে মাথা রেখে নিজেকে করতাম দামি।
মা তুমি শ্রেষ্ঠ, তুমি অফুরন্ত, জ্ঞান ও দীপ শিখা
তুমি বিহনে এই পৃথিবী যে মরুভূমির মরীচিকা।
সৌন্দর্যের অসীম আকাশে, তুমি যে মহাশক্তি
তোমাকে যেন না ভুলি কখনো রাখি সদায় ভক্তি।