মা,,,,,,,,,,, মা তুমি অনন্ত জীবন তো
প্রেরণা করুনাই,,,,
সৃষ্টি হতে আজ অবধি তুমি মমতা ও বিস্ময়!!!!!!!
প্রতিটি সৃষ্টি জীবজন্তু মায়ের আচরণ বিধি,,,,
ভক্তির প্রকোষ্ঠে অনন্ত আকাশে তুমি তার যোগ্য প্রতিনিধি,,,,,,
তোমার মত মমতা নাই খুঁজলেও ভুবন ঘুরে,,,,
তোমার আশীর্বাদে সন্তান পায় জীবন প্রকৃত ফিরে,,
তোমার সম্মান আসমান ও জমিন,,,
বলেছেন মোহাম্মদ ওই আলামিন,,,,,,
বলেছেন শ্রী শ্রী চৈতন্য বিবেকানন্দ,,
তোমার প্রেমেই প্রেমানন্দ,,!!!
তবুও আমরা কেন বুঝিনা হে তাই
যেথাই স্বর্গ জান্নাতুল লুটায়,,,,,,!!!
হেমা তুমি সকলেরই প্রেরণা
সকলের করুণা,,,,,!¡
হেমা তোমার চরণ ধুলি,, যেন মোরা মাথায় তুলি,,
জানো থাকি সর্বখন,,,,,
তোমার প্রেমে পরশিয়া আশীর্বাদ মাথায় নিয়া,
ধন্য করে জানান মোদের জীবন,,,
যতই থাক না লক্ষ আশা।
তুমি আমাদের আশা ভরসা,,
তোমার আশীর্বাদ আসমান জমিন ছেয়ে।
তুমি মা সন্তানকে খাইয়া থাকো
আর তুমি থাকো না খেয়ে,,
আমরা যেন না ভুলি কভু
তুমিতো ভুলনা মা কখনো তবু,,
তোমার ঋণ পরিশোধের
আমার ক্ষমতা নাই,,,
মাগো মা তোমার আশীর্বাদ সবেতে যেন মা
আধারে আলোতে পায়,,,
*****************************