রাত্রের আকাশটাই, মেঘ ও চাঁদের লুকোচুরি
সেখানেতে মন হরন হয়েছে মোর চুরি--!!
ক্ষণে ক্ষণে দীপ্তিতে শোভা, আলো অন্ধকারে
প্রেম প্রণয় ভালোবাসা, খুব সুন্দর অলংকারে
স্নিগ্ধতায় আঁখি দুটি, সেই আকাশ পানে
হারিয়ে যায় মন সেথা ভালোবাসার মাঝখানে
এই লুকোচুরি প্রেম মাঝে, বিচিত্র সে খেলা
তবেই তো ভালোবাসা, হয় সুন্দর উজ্বালা,
ক্ষণে ক্ষণে মান অভিমান, ঐ চন্দ্রে মেঘে যেমন
স্নিগ্ধ পরশ বুলায়, যখন তোমাতে আমাতে তেমন
লুকোচুরি ছাড়া প্রেম, হয়না সৌন্দর্য বিকাশ
অশ্রু বিগলিত হয়েই হয়, শুদ্ধ নিঃশ্বাস।
অন্ধকারের মাঝেই আলো, লুকোচুরি খেলা
তাইতো ধরিত্রী বসিয়েছে সেই সৃজন মেলা।