কুড়ি নেবে বিদায় আর কিছুক্ষণ পরে
একুশ প্রবেশ করবে তোমার আমার ঘরে।
একুশ শতাব্দি আসুক সুন্দরের আহব্বানে !
চলো ভরিয়ে তুলি তারে সুন্দর এর প্রতিদানে
হিংসা বিভেদ ভুলে, চলো সকল মানুষ জাতি
প্রাণ ঐশ্বর্য ভরাবো চলো সকলে মিলেএক সাথী
এ পৃথিবীর বায়ু হোক সুন্দরের অভিপ্রায়-!
আর কিছুক্ষণ পরে নেবে কুড়ি সাল যে বিদায়
একুশ হোক মুখরিত, যাহা মানবকল্যাণের জন্য
চলো সকলে মিলে করি , সকল সকলকে ধন্য।
প্রকৃত শিক্ষা আসুক , যাহা মানবের কল্যাণকারী
পুরনো যত ঝঞ্জা ক্ষুব্দ মুছে যাক পাপ সঞ্চারি।
একুশ তোমার আগমন হোক, দিক হতে দিগন্ত
আমরা সকলের তরে হৃদয় করিব মনকে প্রশান্ত।