কলম চলুক কথা বলুক-সুন্দর সংস্পর্শে
এই শতাব্দীর নবযুগ নতুন বর্ষে
সাহিত্য অনুরাগী কবি ভাবনার আবেশ মাখা
সত্যতে দিক দিগন্তে মেলে ধরো হে ঐ পাখা
কলম চলুক কথা বলুক,
প্রশান্তির কুঞ্জে হাত বাড়িয়ে ঐ নব দিগন্তে
ভুলগুলি ভেঙে পবিত্র যেথা ঐ সে প্রান্তে-!
কলম চলুক কথা বলুক ঐ মিথ্যা প্রাচীর ভাঙ্গিয়া
আজ নব দিগন্তে কাব্য সমুদ্র দিব সেথা টাঙিয়া
কলম তুমিতো দিগন্তে সেই পথের যাত্রী
কলম চলুক কথা বলুক হোক না গভীর রাত্রি
সুন্দর শ্রীনিকেতনে বল তুমি সে কথা
কলম চলুক কথা বলুক প্রানের সে ব্যাকুলতা।