কলম তুমি এঁকে যাও, কত আনন্দ দুঃখ-যাতনা ব্যথা !
মানুষের মনের গহীন গভীর বিচিত্র তম কত কথা,
কত প্রেম ভালোবাসা কত আলাপন
পথ বহুদূর.!
তুমিতো ছন্দ নিত্যানন্দ, পবিত্রতম
কত সুর...!
তোমার রেখাঙ্কন এ ভর করে আমি কত লিখি যে গান
তোমার পবিত্র পরশে কৃতার্থ হোক
সুন্দর আহ্বান।
তুমি কত অভাগীর ক্রন্দন কত যে শিশুর
আন কবিতায়
তুমি অনির্বাণ ভাবে এঁকে চলো কথা ঝড় তুল মরীচিকায়,
তুমি বিরহ বিধিত সুর তাল ছন্দ অনন্ত
রাশি রাশি
তোমার কোমল স্পর্শে আমি বাজিয়ে যাব
সুন্দর বিন বাঁশি
আমি ফুটিয়ে যেতে চাই তোমায় ভর করে
শিশুর মমতা হাঁসি!!
হে কলম তোমায় পবিত্র অঙ্গীকারে আমি
তাইতো ভালোবাসি।