খোকা চাঁদ সোনামণি মুখে কথা ফুটেছে
সকলের আগে সে ঘুম ছেড়ে উঠেছে
পাখিরা গেয়ে গান আকাশের নীলে তে
ছোট খোকার দোলা দেয় তার প্রাণ দিলেতে
নিষ্পাপ শিশু মন খই ফোটা জ্যোৎস্না
পূর্ণিমার চাঁদ যেন পৃথিবীর রৌসনা
বোঝেনাকো কোন তাপ বোঝেনা নাকো মন্দ
সবকিছু তার কাছে জাগে মনে ছন্দ
যেতে চাই কোলে সে মন যেথা ছুটে যায়
সকলের মাঝে সে প্রেমটা পেতে চাই
নাই মনে হিংসা নাই মনে চিন্তা
ফুটে চলে পৃথিবীর ওই ফুলের বৃন্তা
কত মনে জাগে স্বাদ করেনা সে কান্না
প্রতি মায়ের একই শিশু হিরা চুনি পান্না
প্রেম টা পেতে চাই সকলের মাঝে তে
সেই প্রেম ছিল আঁকা তোমার আমার মাঝে তে
শিশুমন আয়না দর্পণ এর চাবিটা
মিটাও না সেই প্রেম পৃথিবীর দাবিটা।।