কবিতার প্রেমে, কবিতায় ভাব, কবিতার স্নিগ্ধ রসে,
দিগন্ত হতে দিগন্তে, যেথা পূর্ণিমার চাঁদ হাঁসে,,,,!!
সাগর পাহাড় মরুও জলে, ঝরনার ও উপবনে......!
কবিতার প্রেমে কবি যখন, শুধু প্রেমের সন্ধিক্ষণে,,
অনন্ত পথ যাত্রা যবে,ঐ নীলিমার দিগন্তে আঁকা,,
কবিতার স্নিগ্ধ রসে,, যবে খুলে যায় মোর পাখা,
উৎসারিত হৃদয় মাঝে কত সুর গান ও ছন্দ,,!
কত ব্যথিত ব্যথা,কত উল্লাস মাখা সে আনন্দ!!
কত আঁকাবাঁকা পথ, কত স্মৃতি বিজড়িত গল্প,,
হৃদয়ের মাঝে দিয়ে যায় দল, সে নয় তো অল্প,,
ভাবো চিন্তায় এঁকে চলি তাইতোকবিতার স্নিগ্ধ রসে
যেন সুগন্ধে মাতোয়ারা হয় গোলাপের পাপড়ি খসে
সেই প্রেমেতে বিভোর হই, তবুও পথ বাকি,,,
তাহাতেই মোর নয়ন জুড়ায় আমার ত্রিনয়ন আঁখি