তোমার ভাবনা তে আছে এক কবিত্ব গন্ধ...!
এক অনুরাগ "পরশ ও ছোঁয়া"!!
          চিন্তায় আছে যাদু -ভাবে আছে মধু..!
সোহাগ আলিঙ্গণে ভাষাকে করো আবিষ্কার
   আমি তোমাকে ভালোবাসি- ঐ কবিত্বের গন্ধে...!
তুমি ছড়াও এ প্রান্ত হতে অন্য প্রান্তে।।
  

       প্রেমের অনুরাগ কল্পনার বিষয় ভাবনাকে
আমি খুঁজি ওই কবিতার গন্ধ যেন এক স্বপ্ন...!
   ওই স্বপ্নে তোমাকে দেখেছি স্বপ্নেরই মায়াজালে
তুমি হও চিরসুখী শুভকামনা রইল...!

       আমার ভাবনাকে তুমি করেছো প্রাণ সঞ্চার
ওই জ্যোতির আলোক প্রতিভ...!