ভাবুকের ভাব ভাষা -থরে থরে যখন সাজে
গভীর হৃদয়ের কথা তোমার আমার মাঝে
হ্যাঁ,কবিতা কথা কয়-কত দুঃখ অশ্রু জলে
কত প্রেমিক যন্ত্রণায় না মুখ ফুটে কথা বলে
কাব্যের ঢেউ তখন কলমের অবিশ্রাম গতি
ফসল ফলায় তখন কবিতার মাঝে সে মতি
কখন ও নৈসর্গিক প্রেম সে তালাশ করে কবি
কবিতা তখনই বলে কথা প্রাণবন্ত হয় সে ছবি
পুষ্প মঞ্জরিত ফুলে সে সুগন্ধি ছাড়ে সে ছন্দ
কবিতা তখন পাঠকের দেয় মনে বড় আনন্দ
মনের গোপন গহীন কথা ভাবুকের সমাবেশে
কবি যখন চলে যায় ঐ কাব্যের সমুদ্র দেশে
কত জানা অজানার মাঝে কবিতা কথা বলে
কত ইঙ্গিত ইশারায় জ্ঞান সমৃদ্ধ সেই কৌশলে
কত আধ্যাত্মিক চিন্তা চেতনা তার মাঝে রয়
সেই তো কবি পাঠকের মনে স্থান করে নিশ্চয়