কিছু সময় কিছু দিন, এ পৃথিবীর তরে
সব ছাড়িয়া চলে যেতে হবে আপন ঘরে
কেউ তো রয়না চিরদিন, এ ধরনির মাটি
ফেলে যেতে হয় সমস্ত ঐশ্বর্য রেখে পরিপাটি
কেউ নয় কারো, হে মহাজীবন পরিসরে
আলো জ্বালিয়ে নিতে হয় নিজ আপন ঘরে
বিরহের সুর বাজে, যেতেই হবে একদিন
ওই খানে রাজা-বাদশা একেবারেই হীন।
যত দর্প অহংকার, থাকিবে না তো কভু
কেন তবু লোভ হিংসায় জড়িয়ে যাই তবু?
ভাবিতে পারিলে মন, পবিত্র শুদ্ধ সমাচার
থাকিতে পারে না তার কোনই অহংকার।
পবিত্র জ্ঞানের মশাল, সুন্দর ভক্তি সমাদরে
অন্যায় করতে যে ভয় রাখে সে অন্তরে
মৃত্যুতে তার হয়না, কোন ই পরাজয়
যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখে নিশ্চয়!