কিছু পেতে, কিছুতো হারাতে হয়
জীবন সুন্দর হয় ত্যাগের মহিমায়,
যত কল্যান মাঝে, ত্যাগের অঙ্ক রয়
কিছু হারিয়েই জীবনের শুদ্ধ পরিচয়,

প্রকৃত অশ্রু বিগলিত, জীবন পারাবারে
পবিত্র স্নিগ্ধ জীবন, সেথায় রূপ অলংকারে।
বহুকষ্টে পরিশ্রমে, যেজন জীবন জিজ্ঞাসায়
সততা থাকিলে ফুল ফুটিবে নিশ্চয়-!

অনেক অজস্র ধন, না মুক্ত হাত হোলে-!
কি করে হৃদয় তোমার পূর্ণিমার চাঁদ দোলে?
সুন্দর পেতে, অনেক হয় কষ্ট পরিশ্রম
প্রকৃত পথ হতে যদি না হও বিভ্রম-!