কিছু কিছু স্মৃতি, আজও ঢেউ তুলে যায়
মনের কুঞ্জ ওই হৃদয়ের মোহনায়-!
কত না বলা কথা, স্মৃতিতে রয় গাঁথা,
কত আনন্দ অশ্রু, সে বেদনার কথা।

সব স্মৃতি তো, থাকে না তো এই মনে
কিন্তু কিছু স্মৃতি ঢেউ তুলে আজও জীবনে
এ জীবন বিচিত্র সাধ এ মহা পারাবার,
জীবন মাঝে কিছু প্রাপ্তি কিছু হারাবার।

কত স্মৃতি তে সে বয়ে যায় বিরহের সুর--!
অজানা অজান্তে ভেসে চলে যায় পথ বহুদূর
এ জীবন তো ক্ষণস্থায়ী, তুমি আমি মিলে
কিছু কিছু সুপ্ত স্মৃতি, এই জীবন মাহফিলে।

আজ ও মন ভাবি , বিচিত্র জীবন বাগিচায়
কিছু কিছু স্মৃতি আজও হৃদয়ের পাতায় পাতায়
সব স্মৃতি সর্বক্ষণ, যায় না সে ভোলা
আজ ও কিছু কিছু স্মৃতি মনে দেয় দোলা।