আজো ওই স্মৃতি, ভেসে ওঠে ক্ষণিকের দেখা
সেই স্মৃতি বহে আজও হয় কবিতা গান লেখা
অনিন্দ্য চমকে যবে ওই বেজেছিল সুন্দর সুর
হোক না সে ক্ষণিক অনেক পথ ভেসে যাই বহুদূর
প্রীতির ডোরে আজও বাঁধা, সেই স্মৃতিময় সুধা
মনে যখন পড়ে সেই স্মৃতি মিটে যায় তৃষ্ণা খুদা।
নৈসর্গিক প্রাণবন্ত যেন সুমধুর মুক্ত মধুর টানে,
আজও দোলা দিয়ে যায় ক্ষণিক এই মনে প্রানে।