অস্তমিত সূর্য পশ্চিমে ডুবন্ত
এখনো কি প্রিয়া তুমি ঘুমন্ত?
আমি খোলা চিঠি লিখে দিলাম তোমার একটি নামে
পারো যদি দেখে নিও সময় তোমার হৃদয়ের খামে
অতীন্দ্রিয় আলোক পুলকে
দ্যুলোক আর ভ্যূলকে
সীমাহীন গণ্ডি ছাড়িয়ে ,ওই অজানা অচিনপুরে
আমি খোলা চিঠি লিখে দিলাম দেখে এস ঘুরে।
এনয় শুধু স্বপ্ন সঞ্চারিত
পবিত্র হৃদয় প্রণোদিত
অবাক বিস্ময় তাইতো? নৈসর্গিক এক নিরালায়
আমি খোলা চিঠি লিখে দিলাম মম ওই বাগিচায়
প্রাণ স্পন্দিত বর্ণালী আলো
কেটে এস মনের আঁধার কালো
এ জাগতিক জীবনটা ও হয় 14 ভূবন তুল্য
এর কতটা মর্যাদা, জানি কি এর প্রকৃত মূল্য?
স্বর্গ মর্ত্য পাতাল
ওহে পথিক হয়োনা বেতাল
জীবনানন্দে জীবনের মাঝে খোঁজো আপন ঠিকানায়
খোলা চিঠি লিখে দিলাম প্রিয় তোমার মোহনায়।
সশ্রদ্ধ ভক্তি আঁকিয়া
প্রকৃত প্রেমের মালা গাঁথিয়া
মানুষের মাঝেই মানুষকে খোঁজো প্রভু পাবে তাতে
খোলা চিঠি লিখে দিলাম প্রিয়, পূর্ণিমার চাঁদ রাতে।