খুঁজি ফিরি তারে,, এ বিশ্বসংসারে,
জীবন আছে তাই--!
বিচিত্র বৈচিত্র মহিমায়, কোন ফুলের বাগিচায়
প্রভু তুমি তো সব মহিমায়...!
এ বিশ্ব চরাচরে,,, সবার সৃষ্টি অন্তরে,
বিশাল বিশালতায় পটভূমি,
খুঁজে ফিরি তারে, তোমায় বারে বারে,
আমার মাঝেই তো তুমি-!
ভুলে তবু যায়, জীবনটা বৃথাই
যবে তোমাকে না পাই,
পৃথিবীর মায়া বন্ধনে, লোভের অঙ্গনে
সে জীবন মরুভূমির মরীচিকায়।
যে তোমায় খুঁজে ফিরে, হৃদয় বুক চীরে
সে করে না বড় ভুল,,,
সৌন্দর্য বিকাশে,,,,, সে ওই হাঁসি হাসে
তার হৃদয়ে ফোটাও ফুল-!!