কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া
চন্দ্র সূর্য গ্রহ তারা সালাম জানাই ফেরেশতারা
আসমান হইতে খুশবু ছিটায় আজ উতাল দরিয়া
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া,,,,,
দীপ্ত মুখ চন্দ্র মাখা স্কন্ধে কার মোহর আঁকা,,
ফকির দরবেশ পাইতে আজি হইলো মরিয়া, কে এলোরে ত্রিভুবন ও উ জ্বালা কোরিয়া,
চমকিলা ওই মরুর হাঁসি আজাজিলের গলায় ফাঁসি
সত্যের কাছে আজ অসত্য গেল সরিয়া
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া,,
আসমান হইতে পুষ্প বৃষ্টি একি আল্লাহ তোমার সৃষ্টি চুমে কেবা শিশুর ওই মুখ বেহেশতি লেবাস পরিয়া
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া
আরশ ও আজিম তোমার পাগল হয়ে বেশুমার
বনের পশু উট হরিণী আনন্দে বেড়াই চরিয়া,
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া
শুবে সাদেক ভোরের পরে নূরানী নূর আলো করে
ফেরেশতাদের মেলা বসে আজ আকাশ ঘিরিয়া,
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া
হাবিবে খোদার প্রিয়া কাড়াকাড়ি তাকে নিয়া
বন্দী দশাই মুক্তির আশা যেজন শিকল পরিয়া
কে এলোরে ত্রিভুবন উ জ্বালা কোরিয়া,,