কত ভাব কত ভাষা কত আসে ছন্দ
কাব্যের মহাসমুদ্রে দেখো কি আনন্দ!
অতন্দ্র প্রহরায় কবির বিমুগ্ধ কল্পনায়
কাব্যের মহাসমুদ্র ভরে পূর্ণিমার জোৎস্নাই
সৃষ্টির পরতে পরতে কত জাদু আঁকা
কবি মহাসমুদ্রে দিয়ে মিলে যায় পাখা
অনন্ত দিগন্ত তাহা পথ বড়ই বহুদূর
কাব্যের তান পুরাই কবি শুনে সেই সুর?
ভরে সে পাতায় পাতায় বহু সমুদ্র ঢেউ
শুধু তুমি না হে পাগল করে যে আমাকেও!
কলম তাই লিখে চলে কত গল্প কবিতা গান
স্মৃতিপটে লেখা থাকবে আমি করলেও প্রস্থান
এ জীবন এক মহাকাব্য বিচিত্র সমারহ
ভাঙ্গা গড়া জীবন মাঝে বাদ নেই কেহ
তারি মাঝে মধু সিঞ্চন সে জ্ঞানের মৌচাকে
এ জীবন মহাকাব্য যে পবিত্রতা ধরে রাখে
দুঃখ আনন্দ নিয়ে এ জীবন চলার পথে
বিচিত্র মহিমায় ভরা ভালোবাসা মহব্বতে
কাব্যিক মননশীলতা তাই দুটি কথা লিখা
ফুল ফোটাতে চাই যেথা ধুধু মরু মরীচিকা,