কবির চোখ কখনো দিগন্ত, বহুদূরে--!
নৈসর্গিক পথ বহুদূর অন্তঃপুরে-!
কখনো সে ভাসমান মেঘ মালা
কখনো সে প্রেয়সীর গলের মালা
পাহাড় পর্বত হিমালয় হিম বায়ু
কখনো বিদ্রোহী কখনো শীতল স্নায়ু
অনেক দৃষ্টি সুন্দর আঁখিপাতে
কবির চোখ স্নিগ্ধ সকাল প্রভাতে
কবির চোখ দিগন্তে ওড়া পাখি,
অভাগীর ঘর সেথাও তাহার আঁখি
করুনার সে বেদনার অশ্রু জল-!
কবির কখনো আঁখি হয় ছল ছল