গান ও ছন্দ কবিতায়,
বাজিলে  মনের মোহনায়
কাছে হয় যাহা বহুদূর-!
হৃদয়ে বাজিলে তরঙ্গ সুর.
মনে হয় সে আলপনা আঁকা
মেলে দেয় কাব্য তাহার পাখা

প্রলেপিত হয় কত কথা গান
দূরত্ব তার ঘোঁচায় সে ব্যবধান
অনন্ত পথ দিগন্ত রাশি রাশি
বাজিলে সে সুন্দর মোহন বাঁশি
প্রস্ফুটিত হৃদয়ের মম ফুল
জাগিলে তাহা পরানের বুলবুল