বইছে মৃদু বাতাস, ভেসে আসে ফুলের সুগন্ধ
জোৎস্না ভরা রাতে, আজ মনে আসে কত ছন্দ,
শেষ ফাগুনের সুগন্ধে, অম্র কাননের ফুল--!!
মেতে উঠে আজ এই রাতে, পরাণ বুলবুল
কত কবিতা ও গানে, হৃদয়ে দেয় দোলা-,
আজ জ্যোৎস্না ভরা রাতে, হয়েছি আত্মভোলা
মন ছুটে যায় কত, সেথা দিগন্ত পথ বহুদূর,
এই জ্যোৎস্না ভরা রাতে কারো মেলাতে গানের সুর
কত স্মৃতি কত কথা,, মনের অজান্তে আসে
আজ এই পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ভরা রাতে