এ পৃথিবী যেন একটি ঝটিকা সফর,,
কয়েক মুহুর্ত ক্ষণিকের জন্য--!
শুধু আসা যাওয়ার মাঝে কিছুক্ষণ-তাহার মাঝে এই জীবন।
। লক্ষ-কোটি জীবজন্তুর মাঝে আমরা মানুষ এই পৃথিবীর তরে,
সৃষ্টির সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী, আশা-আকাঙ্ক্ষার এক অনাবিল ধ্বারা প্রবাহিত,
মানবজীবন খুব বৈচিত্র্যময়, ঝুলি ভরার তাগিদে ক্রমশই আমরা ছুটে চলি এক প্রান্ত হতে অন্য প্রান্তে।
কিন্তু ক্ষণিকালয় পৃথিবীর তরে আমাদের মানবিক মূল্যবোধ সকলে কি ধরে রাখতে পারি?
লোভের তাড়ণাই উন্মত্ত হয়ে ভুলে যায় এ পৃথিবী ক্ষণিকালয় একদিন নিঃস্ব করবে তোমাকে আমাকে।
তাই এই নিঃসঙ্গতা ক্ষণিকালয় পৃথিবীর তরে যদি কিছু সঞ্চয় করতে পারি, যা তোমাকে আমাকে কৃতার্থ করবে, প্রকৃত জীবনের মূল্যবোধ।
তাই ক্ষণিকালয় পৃথিবীর তরে--!
মানুষের মাঝে প্রেম বিতরণ করি চলো ছেড়ে যাবো এই পৃথিবী, সকলকে ভালবেসে সকলের তরে।
পৃথিবী যখন ঝটিকা সফর, আমি তুমি জানিনা সময়ের ব্যবধান, এক্ষুনি কয়েক মুহূর্তের জন্য।