ভাবনার আকাশ বেয়ে -সব পথ সব ছেয়ে-
যদি তুমি সঙ্গে মোর-!
থাক যত আঁধার কালো, কেটে যাবে ঘোর কাল
উদিবে প্রভাত সূর্য ভোর,
তোমার শক্তি সাহস যত, পাই যদি অবিরত
তব নেই কোন মোর ভয়,
শুদ্ধ চিন্তা শুদ্ধ মন--! পাই যদি সর্বক্ষণ
তব মোর নেই কোনই পরাজয়।
হে প্রভু তুমি অন্তর্যামী,-তাতে সংঘ যদি দেই আমি
মোর হোক পবিত্র অঙ্গীকার
এ ধরনি সে চলার পথ, আগাম ভুত ভবিষ্যৎ,
পায় যদি তোমার পবিত্র অলংকার