যদি এমন হতো, সবাই সবারির জন্য
থাকতনা কোনই অহংকার সকলে হইতো ধন্য।
যদি না থাকতো লোভ-লালসা, না হিংসা বিবাদ
থাকতো না তাহলে দুঃখ শুধুই আনন্দের সংবাদ
শুধু প্রেম আর ভালোবাসা, শুধু একে অপরের টান
সকলেই শুধু গাইত মানুষের ই জয় গান
না থাকতো মিথ্যা প্রাচীর, নকল জমানো টাকা
যদি এমন হতো সকলের হৃদয়ে শুধুই দয়া আঁকা
যদি এমন হতো, তাহলে পৃথিবী ভূস্বর্গ সমস্থান
অকৃত্রিম ভালোবাসায় দেখতাম শুধুই তার প্রতিদান