সব সুন্দর তখনই লাগে, আমি সুন্দর যবে,
আমি সুন্দর না হইয়া, সেথায় শূন্যস্থান রবে।
সেই তো সুন্দর আপনাতে যে ত্রুটিমুক্ত করে
যে অপরের দোষ না ধরিয়া, প্রদীপ জ্বালায় ঘরে
নিখুঁত সুন্দর তখনই লাগে, যত সৃষ্টি সমাহার
যবে আমি নিজেকে সাজায় রূপের অলংকার।
আপনাকে না সুন্দর করিয়া, হয়না সুন্দর ভালো
যদি না কাটে আপন মনের গভীর নিশীথ কাল।
সুন্দর পেতে সুন্দর মন, যে আপনাকে ফিরে চাই
সেই সুন্দর ধরা দেয় তখন, তার হৃদয় বাগিচায়।