যবে আমি সুন্দর, ওই সুন্দর দেশে--!
সমস্ত সৃষ্টি কে যদি যায় ভালোবেসে।
প্রেমে গড়া পৃথিবী, প্রভুর সৃষ্টি নেয়ামত,
মানুষ সবের উঁচু, সব এর সৃষ্টি ভবিষ্যৎ!!
আমি মানুষ হয়ে ,যদি সুন্দর না চলি,
খামাকা সুন্দর হতে, আমি কাহাকে বা বলি?
অহেতুক মানুষ যবে, ঐ লিপ্ত পাপাচারে,
পৃথিবী সংকটে পড়ে, মুসিবত তার দ্বারে--!!
জীবন জিজ্ঞাসায় যবে, চেতন ফিরে বাঁকে,
আমার হৃদয়ে তখন ভরে,ঐ জ্ঞানের মৌচাকে।
মন যবে দিতে জানে, ঐ মানুষের ভালোবাসা,
তবেই আমি সুন্দর হই, পবিত্রতম খাসা।