জীবন মানে ভাঙা-গড়া অবি মিশ্র ধ্বারা,,
জীবন মানে আনন্দ ওই ধ্রুবতারা,,,
জীবন মানে শত প্রচেষ্টা, বাঁচার অঙ্গীকার,
জীবন মানে, দুর্বার গতি নীশিত ভয়ংকর;!
জীবন মানে, প্রচেষ্টা দিক হতে দিগন্ত,,,
জীবন মানে প্রস্ফুটিত ফুল ওই মুল বৃন্ত,,
জীবন মানে, করুন অশ্রু,,ঝরা কয়েক ফোঁটা জল
জীবন মানে, পরিশ্রমের,, হাতেনাতে প্রতিফল,
জীবন মানে, ক্ষণস্থায়ী এ ধরনীর খেলা,,
জীবন মানে, বিচিত্র সাধে বিচিত্র মহিম মেলা,
জীবন মানে, অবারিত তৃষ্ণা অনেক বড় আশা
জীবন মানে, প্রেম মহব্বত ঐ ভালবাসা!!!
জীবন মানে,, অভাব অভিযোগ কালো অন্ধকার
জীবন মানে,, নিখুঁত সাজে জীবনের আবিষ্কার,,
জীবন মানে, শত শত প্রশ্ন অবাক পথের দিশা,
জীবন মানে, কখনো শূন্য যেন মরুভূমির মরীচিকা
জীবন মানে, প্রচন্ড আঘাত, ব্যথা বেদনা হাসি
জীবন মানে পরমানন্দ, যেন মক্কা গয়াকাশি,,
জীবন মানে, ঢেউ তরঙ্গ আবেগ উচ্ছ্বাস দিগন্ত
জীবন মানে, প্রভুর শ্রীনিকেতনে যেন পরমানন্দ
জীবন মানে হিংসা ঈর্ষা, অহংকার বড় জ্বালা,
জীবন মানে, কখনো পূর্ণিমার জ্যোৎস্না আলা,,
জীবন মানে, দুর্গম পথ, দিগন্ত বড় নিশানা,,
জীবন মানে, কখনো প্রশান্তিময় ঐশ্বরিক ঠিকানা
জীবন মানে, ভয় আশা কখনো মিথ্যার প্রহেলিকা
জীবন মানে, ওই বালু ভূমির, ঐ ধু ধু মরীচিকা,
জীবন মানে, সত্তের আলপনা, ওই বসন্ত পাখা,
জীবন মানে, রঙিন রংধনু সাতটি রঙে আঁকা,,
জীবন মানে তপ্ত দাহ, শুধু ভাঙা গড়ার খেলা,
জীবন মানে এ ধরনীতে শুধু আসা-যাওয়ার মেলা
জীবন মানে কখনো ফাঁকা হাত শূন্য ওই খালি,
জীবন মানে কখনো ফুলের বাগানের ঐ মালি,